আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এড.অলিউর রহমান কাউসারকে সভাপতি, অধ্যাপক ডা.রুস্তম আলী মধুকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান মোল্লাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) লক্ষীপুর হাই স্কুল এন্ড কলেজের সভাকক্ষে সকলের উপস্থিতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুস সেলিমের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মোল্লার পরিচালনায়
১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
পরে ২য় অধিবেশনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক মাষ্টার এর সভাপতিত্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে প্রাক্তন ছাত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয় এ কমিটি গঠন করা হয়।
প্রাক্তন ছাত্র সংসদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্লা বলেন, আমাকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংসদের সকল সদস্যের কে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো।