সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান স্যারের নীতি কোন উচ্ছেদ ও ধ্বংস করার পক্ষে নয়। তাঁর নীতি হলো তৈরি করার। যেখানে টিন শিড ঘর আছে সেখানে আমরা চেষ্টা করবো বিল্ডিং নির্মাণ করার জন্য। যেখানে একতলা টিন শিড বিল্ডিং রয়েছে সেটা পরিবর্তন করে আমরা সুন্দর মার্কেট করার চেষ্টা করবো।
শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দীন ভূইয়া মিল্টন বলেন, একজন চা বিক্রেতা চা বিক্রি করে তার সন্তানদের পড়াশোনা করাচ্ছে। তাই সেই বিক্রেতাকে চা বিক্রি করতে দিতে হবে। এটা আমরা বিশ্বাস করি। একজন ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা তাদের দোকানে পণ্য বিক্রি করে যা আয় হয় সেটা দিয়ে তার সংসার চলে। আর সেটা যদি তারা না করতে পারতো তারা বিপদগামী হতো, পলাশ ঘোড়াশালে ছিনতাই কারী বাড়তো। চুরি-ডাকাতি, মারামারি ও সহিংসায় পরিনত হতো। তাই আজকে আমরা বিশ্বাস করি আর এই গুলি রোধ করতে হলে সকল রাজনৈতিক দলকে আপনাদের পাশে ও জনগণের পাশে থাকতে হবে। তাহলে সেটা সঠিকভাবে চলবে এবং বাস্তবায়িত হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন নরসিংদী-২ পলাশ আসন থেকে আমরা জনগণের ভোটে ড. আব্দুল মঈন খানকে নির্বাচিত করতে পারি এই প্রত্যাশা ও দোয়াটুকু চাই।
তিনি আরও বলেন, ঘোড়াশাল বাজারসহ পলাশের কয়েকটি মার্কেট আমি ড. আব্দুল মঈন খান স্যারকে পরিদর্শন করে দেখিয়েছি। স্যারকে বলেছি আমরা ১৭ বছর আগে এই বাজার গুলো যে অবস্থায় দেখিছি আজকে পলাশের প্রত্যেকটি বাজার সেই অবস্থায় রয়েছে। কোন পরিবর্তন হয়নি। আমি স্যারকে অনুরোধ করেছি যে আপনি সহযোগিতা করলে আমরা এই বাজারগুলোকে আরও মডার্ণ করতে পারবো এবং বাজারগুলোতে বড় বড় ব্যবসায়ীদের এনে বসিয়ে উন্নয়ন করতে পারবো। এসব কথায় মঈন খান স্যার সম্পূর্ণভাবে একমত হয়েছে। তাই আমাদের সেই উদ্যোগ ও চিন্তাধারা রয়েছে, আমপনারা শুধু আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের মতো এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে নিয়ে পলাশকে আগামী দিনে ড. আব্দুল মঈন খান স্যারের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, পৌর যুবদলের সদস্য সচিব সাহিন বিন ইউসুফ, পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোরশেদ রতন, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ঘোড়াশাল সাদ্দাম বাজার কমিটির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবুসহ বাজারের কয়েক শতাধিক ব্যবসায়ী।