1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৯১ বার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় দুর্ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় নিহত্যা হলেন, গাজীপুর মহানগরীর
কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেননা
তাদের এমন মৃত্যু। নিহত উজ্জ্বল চৌধুরীর প্রতিবেশি মোঃ কবির খান বলেন,রাত পৌনে ১০ টার সময় হাউজিংয়ে আমাকে কফি খাইলো। আর ১০ টার সময় শুনি এই তারা রেল দুর্ঘটনায় মারা গেছে। এটা কেমনে সম্ভব বিশ্বাস করতে পারছি না।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-সহকারী পরিদর্শক (এ এস আই) এস এম আরিফ
বলেন,রাত দশটার সময় দুই মোটরসাইকেল আরোহী সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। তারা অরক্ষিত রেল ক্রসিংটি অতিক্রম করার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি ট্রেন সজরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। তিনি বলেন,আমরা আসার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। তিনি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাদির উজ্জামান বলেন,রেল দুর্ঘটনার খবর পেয়েছি। আমি দুর্ঘটনার স্থলে রওনা হয়েছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT