নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ. এম ফখরুল হোসাইন, পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।
এসময় পলাশ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন পলাশের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন।সভায় পলাশের একাধিক স্থানে চুরির বিষয়টি প্রসঙ্গে পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, আমাদের জনবল কম তারপরেও রাতে টহল আরো জোরদার করা হবে।
নরসিংদীর কন্ঠস্বর /জাহাঙ্গীর কবির