আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট সোমবার বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান,
সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (নজরুল),উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃমেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার ও বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, নরসিংদী জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন আঙ্গুর’সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।