সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী দুই যুগ পর আগামী শনিবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে পুনর্মিলনীর অনুষ্ঠানে অংশ নিবে এই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এ উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে ২০০১ ব্যাচের বন্ধুরা।
বর্ণিল সাজে সাজানো হচ্ছে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়কে। উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। দুই যুগ পরে দেখা হবে সহপাঠীদের সাথে। এতে আবেগাপ্লুত শিক্ষার্থীরা প্রহর গুনছে পুনর্মিলনীর দিনটির জন্য।