1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন নরসিংদী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া, সহসভাপতি জয়নাল আবেদীন, নাসির উদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ গৌতম পোদ্দার। কর্মসূচীতে জেলার ৬ উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন, “বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরাঁ পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে অতিরিক্ত এসব ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর বাড়তি চাপ পড়বে। এছাড়া রেস্তোরা পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই এর অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পরতে হয়। গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরা ব্যবসা পরিচালনা করার জন্য আগের মত ৫% ভ্যাট বহাল রাখার দাবি জানান তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT