1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০

ছাগলকান্ডের মতিউরের স্ত্রীর রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার
Oplus_131072

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানির তারিখ আগামী রোববার (১৯ জানুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ইসমাইল আদালতে লায়লা কানিজ লাকির ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করেন। দুদকের পক্ষে মামলায় অংশগ্রহণ করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদ গোপন এবং ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, আসামি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন, বিশেষত অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না এবং তার সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT