নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় পলাশ উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তি সচেতনতায়-ই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে আন্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম পর্যায়ে পলাশ থানা সেন্ট্রাল কলেজকে ও ফাইনালে চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রী কলেজকে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।