এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন আসন্ন সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহামেদ সরকার। আজ সোমবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপি তার পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১০ টায় রায়পুরা উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া গনভোজ। দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া গনভোজ। ১টায় আলগী বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের সাথে তিনি অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ঈমন উদ্দিন ভূইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহামেদ সরকারের, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কজল সরকরার,
অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি তাপস কুমার বিশ্বাস,মহেষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রউফ, ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি অলিউর রহমান, পৌর সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল হক পায়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমূখ।
এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হাসিমপুর, সাপমারা, আনারাবাদ, মির্জাপুর সহ বিভিন্ন এলাকায় আলোচনা সভা মিলাদ দোয়া গনভোজে অংশ নেন।