1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কলাবাগান থেকে উদ্ধার রক্তাক্ত মরদেহের পরিচয় মিলেছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে তিনগাড়ির ত্রিমুখী সংঘর্ষে আহত যুবকেরও মৃত্যু পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩ বেলাব-মনোহরদী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েলের গণসংযোগ দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪৯ জন হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু পলাশে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১ শিশু, আহত ১০ মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক চেয়ারম্যানের ছোট ভাইয়ের মৃত্যু পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান

নরসিংদীতে মিলেনিয়াম ২০০০ ব্যাচ এর মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার

নিজস্ব প্রতিবেদক : “বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন” এ শ্লোগানে উৎসব মুখর পরিবেশে সারা দেশের মিলেনিয়াম ব্যাচ এসএসসি ২০০০’কর্তৃক মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি ২০০০’ মিলেনিয়াম ব্যাচ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক গ্রুপের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) নরসিংদী ড্রিম হলিডে পার্কে মিলেনিয়াম ব্যাচ মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে ২০০০’ব্যাচের প্রায় ৮০০ সদস্য রজতজয়ন্তী উৎসবে অংশ নেয়। সকাল ৯ থেকে শুরু হওয়া মিলেনিয়াম ব্যাচ মেগা প্রোগ্রাম রজতজয়ন্তী উৎসব দিনব্যাপি উৎসবে মুখর ছিল ড্রিম হলিডে পার্কে মাধুরিমা পিকনিক স্পট। উক্ত স্পটে এক বন্ধু অপর বন্ধুকে সরাসরি দেখতে পেয়ে আনন্দে মেতে উঠেন।

পূর্বঘোষিত সময়সূচি অনুসারে শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে পার্কে মিলেনিয়াম ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত প্রধান ফটকে উপস্থিত হয়ে মিলেনিয়াম ব্যাচ স্টল থেকে যার যার রেজিষ্ট্রেশকৃত নাম্বার অনুসারে টিকেট, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে নাস্তা, গিফট আইটেম ও ট্রি-শার্ট সংগ্রহের কুপন গ্রহণ করে পার্কে প্রবেশ করেন।

এর পর প্রদান করা হয় টুকেনের বিনিময়ে সকালের নাস্তা ও ট্রি-শাট গ্রহণ। পর ট্রি-শার্ট পরে শুরু হয় উন্মক্ত আলোচনা ও ঘুরাঘুরি। দুপুরে প্রদান করেন খাবার, বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান।

সাংস্কৃতি অনুষ্ঠানের শেষে রেফেল ড্র’তে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
আওলাদ সুমিত,তামিম ,আলআমিন ও মনোয়ারা স্মৃতি

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রিয়াজুল ইসলাম রাব্বি আবু বকর তামিম, মশিউর রহমান জাভেদ, সোহাগ ভূইয়া, মিজানুর রহমান, নিয়ন,সহ এস এস সি ২০০০ ব্যাচের মিলেনিয়াম গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা।

এই সময় এডমিন প্যানেল সদস্যরা জানায় আমাদের গ্রুপে অনেক বন্ধু সংযুক্ত। আমাদের বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করাই এর মূল উদ্দেশ্য। এভাবে প্রতি বছরের অন্তত যেনো বসতে পারি বন্ধুত্বের মিলন মেলায়। এতে শুধু বন্ধুরাই নয় পরবর্তিতে থাকবে আমাদের পরিবারের সদস্যরাও।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT