সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু ধর্মান্ধ নয়। এই বাংলার মাটিতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে এসেছে। আজকে কিছু কিছু স্বার্থপর মানুষ তারা নিজেদের দূরভিসন্ধি এবং স্বার্থকে ব্যবহার করার জন্যে দেশের ভিতরে এবং বাইরে অপশক্তি, মিথ্যাচারের মাধ্যমে এবং মিথ্যা খবর তৈরি করে বিগত ৫ মাসে বার বার বিভিন্ন রকমের অপচেষ্টা করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে ৭ দিনব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন থেকে নতুন করে এই ঘোষণা করব যে, বাংলাদেশের মানুষ সম্প্রীতির সঙ্গে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বসবাস করেছে হাজার বছর ধরে। আমরা আজ শুধু পরস্পর একইভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বসবাস করে যাব। আমাদের এই সম্প্রীতি কোন দুষ্ট অপশক্তি ব্যহত করতে পারবে না।
ড. আব্দুল মঈন খান বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন আর সেটি হলো “বিসমিল্লাহির রহমানির রাহিম”।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে পুনরায় গনতন্ত্রের পথে রুপান্তরিত করে ১৯৭৯ সালে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি উদার গণতান্ত্রিক দল সৃষ্টি করে এদেশ পরিচালনার দাঁড়িত্ব নিয়েছিলেন। জনগণের ইচ্ছায়, বন্ধুকের ইচ্চায় নয়। জনগণকে জুলুম, অত্যাচার, ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই ও দিনের ভোট রাতে করে নয় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গনতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কার্যকরী কমিটির সভাপতি ইছাদ চৌধুরী, মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল, সহ- সভাপতি মনিরুজ্জামান (ভিপি মনির) প্রমুখ।