নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ড্যাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে শনিবার (২১ ডিসেম্বর) রাতে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ঠ্য জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামী এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম। সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ।
এ সময় বক্তব্য দেন ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ মাসুদ রানা, ড্যাব নরসিংদী জেলা শাখার সহ- সভাপতি ডা. এ. কিউ. এম. মোবিন, ড্যাব নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা. মোশারফ হোসেন রিকাবদার, সাবেক সহ- সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. খুরশীদ আলম।
এ সময় ড্যাবের সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন। নরসিংদী জেলার ড্যাব এর সাধারণ সম্পাদক ড: নূরুল্লা আল মাসুদ নরসিংদী জেলা হাসপাতাল কে ২৫০ শয্যায় উন্নতির বিষয়টি তুলে ধরেন এবং সিভিল সার্জন মহোদয় ও প্রশাসনের সহযোগিতায় দ্রত উদ্বোধনের আশ্বাস প্রদান করেন।
এ সময় মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্মৃতিচারণ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করেন বক্তারা। এছাড়া জুলাই- আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের সুস্থতা কামনা করেন তারা।