আমিনুর রহমান সাদী : নব যুগে নব সাজে এসো নবীন দূর করে গ্লানি, আলোক ছিনিয়ে আনি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী ইমপিরিয়াল কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২১ ডিসেম্বর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জোবাঈর রাকিব।
অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজ মিঞা।
এই সময় বক্তরা ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যে দেশ পেয়েছি, আমাদের এই দেশপ্রেম ধরে রাখতে হবে, মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার বিকল্প নেই। সবার লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন শেষে মানপত্র প্রদান করা হয়। তখন সকল অতিথিদের ফুল দিয়ে বরন ও সকলকে ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা শেষে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের নাচে গানে মাটি তোলা হয়।