মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর মডেল থানার আয়োজনে শুক্রবার বিকালে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,
উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়, শিবপুর উপজেলা মাইনরিটি রাইটস ফোরামের সদস্য সচিব উজ্জ্বল বর্মণ প্রমূখ।
এছাড়াও সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজারিরা অংশগ্রহণ করেন।