নিজস্ব প্রতিবেদক : “রক্তের বাধনে বাধি প্রাণ স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে নরসিংদীর মাধবদীতে আল ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বদ্দের কান্দা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনটির সদস্যরা প্রায় কয়েক শতাধিক মানুষকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহীত করেছে। তাদের এ মহৎ কাজে স্থানীয় জনসাধারণ আল ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের ভূইয়সী প্রশংসা করেন।
জানা যায় যে, মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে ও আল ইনসাফ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের মানবিক স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।