শেখ মানিক : দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম। সারা দেশের ন্যায় নরসিংদী জেলায় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন, উপপরিচালক নরসিংদী জেলা পরিসংখ্যান অফিস রেজওয়ানা কবীর ও তথ্য সংগ্রহকারী জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা কামরান হাসান প্রমুখ।