এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কমিটির কর্মসূচী অনুযায়ী দেশে ডিজেল, পেট্রোল ও অক্টেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর রায়পুরায় জাতীয় পার্টির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ শুক্রবার (১২ আগষ্ট) সকালে রায়পুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রায়পুরা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম ও সদস্য সচিব সামসুজ্জামান এর নেতৃত্বে রায়পুরা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাবেশ করে নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা অবিলম্বনে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, জাতীয় পার্টি গণমানুষের দল। আমরা মাঠে নেমেছি। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো। দেশের এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে। দেশের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে গেছে। রিজার্ভ কমে গেছে। ফলে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য ধরনা দেওয়া হচ্ছে। শুধু মেগা প্রকল্প দেখিয়ে দেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না।