মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আইডিইবি নরসিংদী অন্তর্বতীকালীন কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা আইডিইবির অন্তর্বতীকালীন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী রহমতুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন সিদ্দিকী।
নরসিংদী আইডিইবির অন্তর্বতীকালীন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস, নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, আইডিইবি অন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান প্রমুখ।