ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : “রক্তের অভাবে যাবেনা আর একটি প্রাণ, আমরা আছি হাজারো তরুণ-তরুণী করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করেছে সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে খানেপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্দীপ্ত তারুণ্যে সংগঠনের ঘোড়াশাল পৌরসভা ২ নং ওয়ার্ড টিমের সদস্যরা ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালের সহযোগিতায় এ ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন করেন।
এসময় ওই বিদ্যালয়ের প্রায় চারশত শিক্ষার্থীরা তাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানেপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদ্দীপ্ত তারণ্য সংগঠনের সদস্যরা।