1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় ব্যতিক্রমী উদ্যোগ, নদী দূষণ রোধে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ বা দলীয় করণ করার সুযোগ নেই: খোকন নরসিংদীতে রাতে স্ত্রী ও দিনে স্বামীর মরদেহ উদ্ধার মারা গেলেন নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের নরসিংদীতে কাফনের কাপড় বেধে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করতে আদালতে মামলা নরসিংদীতে রোগী ও স্বজনদের ওপর এক হাসপাতাল কর্তৃপক্ষের হামলা শিবপুরে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতির আশংকা নরসিংদীর রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১ ৬ দফা দাবি আদায়ে নরসিংদীতে মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা পর প্রত্যাহার

তদবির করতে এসে বিএনপি নেতাদের নরসিংদী সদর উপজেলা পরিষদে ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৫৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে বিএনপির কয়েকজন নেতা তদবির করতে এসে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। সোমবার নরসিংদী সদর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটায় করিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ।

জানা যায়, দেশের পট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যায় সদর উপজেলার করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান আপেল। সম্প্রতি অনুপস্থিত থাকা চেয়ারম্যানদের পদ বাতিল করে উক্ত পদে প্রশাসনের লোকদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে।  চেয়ারম্যান আপেলের নিকট আত্মীয় হয় করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আসাদুজ্জামান কাজল।

সোমবার কাজলের নেতৃত্বে দলীয় কয়েকজন নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর সাথে দেখা করে তদবির করতে সদর উপজেলা পরিষদে আসেন। এ সময়  ইউএনও অন্য একটি মিটিংয়ে থাকায় তাদের ওয়েটিং রুমে বসতে বলেন।

এদিকে উপজেলা চেয়ারম্যানের কক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে আসাদুজ্জামান কাজলের নেতৃত্বে কয়েকজন ওই কক্ষে প্রবেশ করেন। তারা কক্ষে ঢুকেই সদ্য অপসারণকৃত আওয়ামী লীগের  চেয়ারম্যান আনোয়ার হোসেনের ক্রেস্ট ও নামফলক দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান কাজলসহ তার সাথে থাকা জেলা তাঁতী দলে সাধারণ সম্পাদক আমির হোসেনসহ অন্যান্যরা ভাঙচুর চালায়। এসময় লকার ভেঙে নাইট গার্ড মাজেদুলের ব্যাগ ও নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন তাদেরকে ডেকে আপোষ মিমাংসা করে দেন। তবে ইউএনও’র ডাকে অন্যান্যরা সারা দিলেও ঘটনার মূল কারিগর সেই আসাদুজ্জামান কাজল উপস্থিত হননি।

ইউএনও’র ডাকে বিএনপি নেতৃবৃন্দ উপজেলা পরিষদে এসে লুট করে নিয়ে যাওয়া মোবাইল নগদ অর্থ ফিরিয়ে দেন পাশাপাশি এঘটনার জন্য ক্ষমা চান। পরে এ ঘটনার জন্য ২০ হাজার টাকা ক্ষতি পূরণ দেন ওই বিএনপি নেতারা।

এ ব্যাপারে অভিযুক্ত করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আসাদুজ্জামান কাজল বলেন, ভাঙচুরের সময আমি অন্যরুমে ছিলাম। আর ব্যাগ লুটের বিষয়টি আমাকে পরে দেখানো হয়েছে। আর আজকের বিষয়টা জালাল চেয়ারম্যান ঢিল করেছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন বলেন, বিষয়টি ইতোমধ্যে আপোষ হয়ে গেছে। আমার নাইট গার্ডের ব্যাগ ফিরিয়ে দিয়েছে এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি ক্ষতিপূরণও আদায় করা হয়েছে। তাছাড়া উপজেলা পরিষদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র কয়েকটি ক্রেস্ট ভাংচুর করেছে তারা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT