1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

৩ বছর ধরে বন্ধ আমিরগঞ্জ রেলস্টেশন, চালুর দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : তিন বছর ধরে নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। স্টেশনটি বন্ধ থাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে আমিরগঞ্জ রেলস্টেশন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে আমিরগঞ্জ ইউনিয়ন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্চল খ্যাত এলাকা হিসেবে ঐতিহ্যবাহী রেলস্টেশন আমাদের আমিরগঞ্জ রেলস্টেশন। তিনবছর আগে এই স্টেশনের সিগন্যালের মোটর চুরি হয়। যদিও এই চুরির সাথে এলাকার মানুষ জড়িত ছিল না। পরে লোকবল সংকটের অজুহাত দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধের নোটিশ টানিয়ে স্টেশনের কার্যক্রম স্থগিত করে দেয়।

প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি খুলে দেয়ার আহ্বান জানান। অন্যতায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।

এসময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণমান্য ব্যক্তি প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT