1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে আল ইনাসাফ সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

৩ বছর ধরে বন্ধ আমিরগঞ্জ রেলস্টেশন, চালুর দাবিতে মানববন্ধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : তিন বছর ধরে নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। স্টেশনটি বন্ধ থাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে আমিরগঞ্জ রেলস্টেশন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে আমিরগঞ্জ ইউনিয়ন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্চল খ্যাত এলাকা হিসেবে ঐতিহ্যবাহী রেলস্টেশন আমাদের আমিরগঞ্জ রেলস্টেশন। তিনবছর আগে এই স্টেশনের সিগন্যালের মোটর চুরি হয়। যদিও এই চুরির সাথে এলাকার মানুষ জড়িত ছিল না। পরে লোকবল সংকটের অজুহাত দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধের নোটিশ টানিয়ে স্টেশনের কার্যক্রম স্থগিত করে দেয়।

প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি খুলে দেয়ার আহ্বান জানান। অন্যতায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।

এসময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণমান্য ব্যক্তি প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT