1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে আল ইনাসাফ সমাজ কল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার

রায়পুরায় ফসলের মাঠে পড়েছিল তরুণের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কামরুজ্জামান(২২) নামে এক তরুণের মরদেহ পড়েছিলো ফসলের মাঠে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো এক সময় মাঠে থাকা বৈদ্যুতিক মটর কিংবা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, রাতে কোনো একসময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠে পিঁয়াজ খেতে বৈদ্যুতিক খুঁটির পাশে ক্যাবল কাঁটার মেশিন, হাত প্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় সনাক্ত করে পুলিশ জামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে বেলা সাড়ে ১১ টায় থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপপরিদর্শক মো: শফিউল্লাহ বলেন, সুরতহালে বিদ্যুৎপৃষ্ঠে মারাযাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায় নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT