সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার ৩ টায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজির সভাপতিত্বে প্রধান অতিথি ব্যক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ এ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, দিলরুবা ইয়াসমিন, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়া রোধ, বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ, বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্ঠা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন বক্তারা।