1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

পলাশে কৃষকের ৫০ শতক জমির শিমগাছ গাছ কর্তন করল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রাতের আঁধারে ৫০ শতক জমিতে চাষ করা কৃষকের ফলন্ত শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী ওই কৃষক। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক মোহন চাঁন ভূইয়া ৫০ শতক জমিতে শিমের আবাদ করেছেন। গত দুই সপ্তাহ ধরে জমি পরিচর্যা করার পর এখন শিমের ফলন শুরু হয়েছে। কিন্তু গতরাতে দুর্বৃত্তরা ৫০ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির ফলন্ত গাছগুলো এভাবে কেটে ফেলে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক মোহন চাঁন ভূইয়া জানান, সোমবার সকালে জমিতে পরিচর্যা করতে আসার পর দেখতে পাই ৫০ শতক জমির শিমগাছের ডগা ও পাতা নুইয়ে পড়েছে। পরে দেখা যায় শিমগাছগুলোর গোড়া কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কে বা কাহারা তার সব শিমগাছ গুলো কেটে ফেলে। বাগানের প্রতিটি গাছে ফলন ধরা শুরু হয়েছিল। বিভিন্ন যায়গায় ধারদেনা করে গাছ গুলো রোপণ করেছিলেন বলে জানান তিনি।

পলাশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, শিমগাছ গুলো কেটে ফেলার সংবাদ পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT