নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় কর্তৃক বাস্তবায়িত সুফলভোগীদের ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় নরসিংদীর পলাশ শাখার আয়োজনে পল্লী ভবনের সভা কক্ষে ৪০ জন সুফলভোগী এ প্রশিক্ষনে অংশ নেয়। পলাশ উপজেলা প্রকল্প কর্মকর্তা নাজনীন নাহার শিলার সভাপতিত্বে সমাপনী দিনে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ শফিকুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা প্রমুখ।
এদিকে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের প্রথম দিন বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোঃ আলমগীর হোসেন আল নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।