1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

শিবপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি প্রবাসীদের রেমিটেন্স উল্লেখ করে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজিব বলেছেন, দক্ষতা প্রশিক্ষণ নিয়ে অভিবাসনকে যেমন নিরাপদ ও টেকসই করতে হবে তেমনি বিদেশ-ফেরত মানুষেরও পাশে দাঁড়াতে হবে।আর বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই কাজগুলো করার চেষ্টা করছে। সরকারের নানা দপ্তরেরও অনেক সেবা আছে। সরকার-বেসরকারি সংস্থা সবাই মিলে এই কাজগুলো এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর), ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে শিবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজিব এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের প্রবাসীদের ভিতর বৈধ উপায়ে বিদেশগমন প্রক্রিয়া, প্রশিক্ষণ গ্রহনের প্রতি অনীহা ও আত্ম-সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে যার কারনে প্রতি বছর অসংখ্য প্রবাসী নানাবিধ কারনে দেশে ফিরে আসতে বাধ্য হন। পাশাপাশি দালালের খপ্পরে পরে বিদেশগমনের কারনে বৈধ কাগজপত্র না থাকাই অনেককেই অনাঙ্কাঙ্খিতভাবে দেশে ফিরে আসতে হয়। কেউ অর্থ নিয়ে ফেরেন কেউবা বেদনা নিয়ে ফেরেন খালি হাতে। সব প্রবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে।

নরসিংদীতে বিদেশ-ফেরতদের জন্য ব্র্যাকের কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা নরসিংদীকে প্রবাসী বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সরকারের এসডিজি অগ্রাধিকার সূচকে অভিবাসীদের নিবন্ধন ও প্রশিক্ষনের লক্ষ্য অর্জনে অবদান রাখছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নরসিংদী।

অনুষ্ঠানে শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা রোকসানা বিলকিস বলেন, ‘অদক্ষ ও অসচেতন মানুষই মানবপাচার বা অনিয়মিত অভিবাসনের শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে সবাইকে সচেতন হতে হবে। বিদেশগামী অভিবাসীদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহন করতে হবে। নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আমরা সবাই একসাথে কাজ করতে চাই, সেই জন্য যারা বিদেশ যেতে চায় তাদের সচেতন করতে হবে এবং যারা বিদেশ পাঠানোর নামে মানুষকে প্রতারণা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ডিস্টিক কোঅডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফিরোজ শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, নরসিংদীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাবিলা নুঝাত, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. মমিনুল হক, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগ্রেশন সাপোর্ট সেন্টারসহ নরসিংদীতে কর্মরত ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যাক্তিত্ব, প্রবাস বন্ধু ফোরাম সদস্য ও বিদেশ ফেরত অভিবাসী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রত্যাশা-২ প্রকল্পের দুইজন সেবাগ্রহীতাকে অর্থিক সহায়তার চেক হস্থান্তর করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT