তোমার মিষ্টি ঠোঁটের মুচকি হাসি
মুক্তো ঝরে রাশি রাশি।
তোমার টুকটুকে লাল ঠোঁট সেজেছে
বিধাতারই শ্রেষ্ঠ সাজে।
মহান খোদার অনন্য এক সৃষ্টি তুৃমি
তোমায় দেখে চমকিত আমি।
তোমার হাসিতে ধন্য চিত্ত তৃপ্ত চোখ
সষ্ট্রার অতুলনীয় সৃষ্টি তোমার মুখ।
উত্তাল হৃদয় তোমার টানে স্বপ্নে বিভোর
কখনো কি পাবে কাছে সেই প্রিয় মুখ?
তবুত তোমায় ভেবে কাটানো প্রতিটি প্রহর
যেন মনে হয় জীবনের অনন্ত সুখ।
কবি আমির হামজা রাসকিন আহমেদ জুয়েল