1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায় পলাশের যুবদল নেতা মনিরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি ও রেজিষ্ট্রেশন শুরু করেছে আয়োজক কমিটি নরসিংদীতে ট্রেনের ভিতরে যাত্রীকে হত্যা: পালিয়ে থাকা অভিযুক্ত আসামি গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পলাশের আহসানুরের ব্রেন স্টোকে মৃত্যু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ জুলাই খন্দকার আইটির কর্ণধার, খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন আজ পলাশের ডাঙ্গায় সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

বেলাবতে পানি নিষ্কাশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও গ্রামবাসী।বৃহস্পতিবার(১০ অক্টোবর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের খামারের চর ঢাকা- সিলেট মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বড় বিলের অতিরিক্ত পানি মহাসড়কের পাশ দিয়ে অবস্থিত খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে আড়িয়াল খাঁ নদে গিয়ে পড়তো। কিন্তু সাম্প্রতিক সময় উক্ত খালের অববাহিকা বন্ধ করে রাস্তা প্রশস্থকরনের কাজ করলে বড় বিলের পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার ফলে আশেপাশে প্রায় চারশ বিঘা জমির ফসল নষ্ট হয়ে যায়।অবিলম্বে খামারের চর এলাকায় খালের মুখ প্রশস্ত করন এবং বারৈচা-শিবপুরের মাঝামাঝি ব্রিজে নিচে বালি অপসার করেন পানি চলাচলের সুযোগ সৃষ্টি করে দেয়ার দাবী জানান।

নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ বলেন, আমাদের এলাকার কৃষকের অনেক ক্ষতি হয়েছে খামারের চর এলাকায় খালের মুখ প্রশস্ত করন এবং বারৈচা-শিবপুরের মাঝামাঝি ব্রিজে নিচে বালি অপসার করেন পানি চলাচলের সুযোগ সৃষ্টি করে দেয়ার দাবী জানান।

বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ কামরুল ইসলাম বলেন, নারায়ণপুর ইউনিয়নের বড় বিল নামে পরিচিত বিলে আশেপাশের ছয় গ্রামের বৃষ্টির পানি এসে জড়ো হয়। ঢাকা সিলেট হাইওয়ে চলমান কাজে এই জমাট বাধা পানি চলাচলে সমস্যা হওয়ায় আবাদি জমিতে পানি এসে ফসল নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষক, এলাকাবাসী, যুবসমাজ, ছাত্রসমাজ ও সকলের পক্ষ থেকে এই সমস্যার অতি দূত স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জাহানুল হক বাবুল, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ মীর্জা রকিব, মোঃ তরিকুল ইসলাম সজল,মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রানা আহমেদ’সহ প্রমূখ।

সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী ও  ঢাকা সিলেট করিডোর রোড প্রকল্প ব্যবস্থাপক মোঃ  মতিউর রহমান বলেন, কৃষকদের কথা চিন্তা করে খামারের চর এলাকায় খালের মুখে পাইবের ব্যবস্থা করেছি। যদি এ পাইবে যথেষ্ট  না হয় তাহলে আরো মোটা পাইব দিব যাতে পানি দ্রুত নিষ্কাশ হয়, পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের সাথে আলোচনা করে স্থায়ী ভাবে ড্রেনেজের ব্যবস্থা করে দেওয়া হবে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT