আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) শুক্রবার বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
বাজনাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি মোঃ কামাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ,বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,সাধারন সম্পাদক এমাদ মিয়া’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব বনাম পোড়াদিয়া ফুটবল একাডেমি।নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ২-২ গোলে সমতা আনলে ট্রাইবেকারে পোড়াদিয়া ফুটবল একাডেমি ৫ এবং শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব ৪ গোল করেন। ১ গোলের ব্যবধানের শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পোড়াদিয়া ফুটবল একাডেমি জয় লাভ করেন।