সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু এমরান আল-মাইজ ভান্ডারীর ২৫ তম ওফাত দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের টেকপাড়া এলাকার দরবার শরীফে পবিত্র ওরশ শরীফ পালন করা হবে। এ উপলক্ষে কোরআনখানি, ওয়াজ মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে তশরীফ করবেন বাবাজান কেবলা কাবার সুযোগ্য নূরানী আওলাদ ও একমাত্র বেলায়েত খেলাফতের উত্তরাধিকারী শাহজাদা গাউছুল আজম আলহাজ্ব শাহসুফী মাওলানা৷ সৈয়দ সাইফুদ্দীন আহমেদ।
উল্লেখ্য, ঘোড়াশাল টেকপাড়ার দরবার শরীফ (শাহ্ সাহেব) এর বাড়িতে প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মাইজ-ভান্ডারী ভক্তরা ছুটে আসেন প্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী মরহুম কাজী আবু এমরানের সমাধীস্থলে। এছাড়াও দলমত নির্বিশেষে পলাশের প্রানপ্রিয় খলিফার ওফাত দিবসে সবাই মিলিত হয় এখানে।