নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি আছান উল্লাহ ও সাধারণ সম্পাদক মো: রায়হান ইসলাম রাতুলসহ ২৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার (০১ অক্টোবর) আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ নরসিংদী জেলা সভাপতি রেজাউল করিম রেজা বেপারী ও সাধারণ সম্পাদক গোলাম আজম স্বপনের স্বাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটি অন্যান্যদের মধ্যে রয়েছে, আরাফাত রহমান কোকো যুবক ও ক্রীড়া সংসদ মাধবদী শাখার সিনিয়র সহ-সভাপতি শুভ মিয়া, মোহাম্মদ রিপন মোহাম্মদ আরজুমান, মোঃ সাগর মোল্লা, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আলতা হোসেন, মোহাম্মদ আজহার হাসান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শফিকুল ইসলাম ও সিনিয়র সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ ইরাম,মোহাম্মদ সোয়াইদ আমিন,মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ইকবাল হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক আদনান সিয়াম, সহ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম পাঠান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম মোল্লা অন্যান্য রয়েছে সহ নেতৃবৃন্দ রয়েছে।