1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল গত ১৭ বছর গনতন্ত্র ও আইনি শাসন বলতে কিছুই ছিলো না : বেলাবতে জুয়েল পলাশে সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন এম কাইয়ুম বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা উসকানি দিচ্ছে, তাদের দ্বিতীয়বার পতন হবে : মঈন খান দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন পলাশে শীতলক্ষ্যা নদীতে ডুবে প্রাণ গেল দুই বন্ধুর পলাশে ঘুরতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলন, ১ জন আটকসহ জরিমানা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ১টি ড্রেজার জব্দ এবং ১ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় শাহারখোলা এলাকা মেঘনা নদী থেকে ড্রেজার জব্দ করা হয়। আটকৃত ড্রেজার পরিচালক বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুরের হুমায়ুন মিয়ার ছেলে মো: রাজিব মিয়া।

অবৈধ ড্রেজার মেশিনে বসিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধসহ ড্রেজার জব্দ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারি উপজেলা সহকারী কমিশন ভূমি ও নির্বাহী হাকিম মো. শফিকুল ইসলাম।

জানা যায়, জেলা প্রশাসক কর্তৃক ইজারা ভুক্ত নির্ধারিত স্থান কাতলারচরে বালু উত্তোলন না করে শাহারখোলা ও আব্দুল্লাহচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে আটককৃত ড্রেজার পান্থশালা ঘাটে জব্দ করে রাখা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেঘনার কাতলারচর এলাকায় ইজারাকৃত এলাকা ব্যতিত শাহারখোলা এলাকায় অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বেশ কয়েকটি ড্রেজার সড়ে যায়। ১টি ড্রেজার জব্দ করতে সক্ষম হই। ১ সময় ১ জনকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। আটককৃত ড্রেজার পান্থশালা ঘাটে জব্দ করে রাখা হয়। ইজারাদারদের বলে দিয়েছি যতখন পর্যন্ত তারা নির্ধারিত স্থান থেকে চুম্বক ড্রেজার সড়িয়ে কাটিং মেশিন না ব্যবহার করবে ততখন পর্যন্ত বালু উত্তোলন বন্ধ থাকবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড্রেজার দুটো জব্দ রাখার নির্দেশ দেই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT