1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

পলাশে শিশু হত্যার অভিযোগে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সুমাইয়া আক্তার মিম নামে ছয় বছরের শিশুকে গলা টিপে হত্যার দায়ে তানভীর আহমেদ পাভেল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এড. আব্দুল হান্নান ভূইয়া এবং আসামী পক্ষে ছিলেন এড. কানিজ ফাতেমা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন ভূইয়ার কন্যা সুমাইয়া আক্তার মিম বাড়ীর পাশে সহপাঠির সাথে খেলা করছিল। এসময় একই গ্রামের আব্দুল হাই ভূইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল, সুমাইয়া আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

পরে তার কানে থাকা দুটি স্বর্ণের দোল খুলে নিয়ে যাওয়ার সময় সুমাইয়া এ ঘটনা তার মাকে বলে দিবে বলে জানালে তানভীর তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত মুরগির খামারের ভিতর নির্মাণাধীন বার্থরুমে ফেলে লতাপাতা দিয়ে ঢেকে চলে যায়। এদিকে অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে বাথরুম থেকে সুমাইয়া আক্তারের মরদেহ পাওয়া যায়।

পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এব্যাপারে নিহতের পিতা ইসমাইল হোসেন ভূইয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। উক্ত মামলায় ১১ জন স্বাক্ষীর উপযুক্ত স্বাক্ষ্য প্রমাণে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিজ্ঞ আদালত আসামী তানভীর আহমেদ পাভেলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT