পাঁচ বছরে পা দিয়ে শিশু প্রাক প্রাথমিকে আসে,
শিক্ষকদের আদর পেয়ে খিলখিলিয়ে হাসে।
খেলার ছলে নেচে হেসে পড়ালেখা করে,
বছর শেষে খুশি মনে প্রথম শ্রেণিতে উঠে।
প্রথম শ্রেণিতে লিখে-পড়ে পাঠ প্রতিদিন শেখে,
বছর শেষে হাতে কলমে পরীক্ষা দিতে বসে।
ফলাফলে পাস করে দ্বিতীয় শ্রেণিতে উঠে
এ নিয়মে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণিতে পড়ে।
প্রাথমিকের শেষ চক্রে শ্রেণি সমাপনি (৫ম) আসে,
প্রাণপনে সে অধ্যবসায়ে নিজেকে তৈরি করে।
উৎসাহ আর উদ্দীপনায় পরীক্ষায় অংশ নেয়
এভাবেই একটি শিশু প্রাথমিক শিক্ষা পাড়ি দেয়।
কবি : আমির হামজা