নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।
এসময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো: রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া শনিবার সকালে লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।