আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে নবাগত ওসি মো. তানভীর আহমেদের সঙ্গে বেলাব প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. তানভীর আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম হানিফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হাসান রজনী, সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন, সদস্য মোঃ আলমগীর পাঠান, মোঃ রুমেল আফ্রাদ রুবেল, মোঃ বাদল মিয়া, এস এ খান, মোঃ দিদার হোসেন পিন্টু, মোঃ ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, আশিকুর রহমান সৈকত’সহ প্রমুখ।