আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে সুইজারল্যান্ডের অর্থায়ানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্প কর্তৃক আয়োজিত কর্মশালার বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে কমর্শালার উদ্বোধন করেন আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম। কর্মশালায় ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রায়পুরা উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুর।
এসময় আরও উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউপি সদস্য মোঃ শওকত আলী, মোঃ আমির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হুমায়ুন কবির, ফারুক মিয়া, সংরক্ষিত নারী সদস্য বিলকিস তারানু হাসমি,খাদিজা বেগম রাশিদা বেগম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোছা:শরীফা বেগম, ব্র্যাক মাইগ্রেশন সার্পোট সেন্টারের এস,আর আলমগীর পাঠান’সহ প্রমুখ।