1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর শিবপুরে রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবপুরে সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামীলীগ: প্রেস সচিব নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীর বেলাবতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা, বিচারের দাবীতে মানববন্ধন মনোহরদীতে সেতুর নিচে পড়েছিল যুবকের বস্তাবন্দি লাশ মহানবী (সা.)-কে অবমাননার দায়ে পপতারকার মৃত্যুদন্ড

নরসিংদীর মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার
Oplus_0

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজের প্রায় ৪৫ ঘন্টা পর বোন জান্নাতুল আক্তার এনা (১৪) এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ শনিবার দুপুর সাড়ে ৩ টায় নৌকা ডুবির ঘটনাস্থল মেঘনা বাজার থেকে ৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন

এরআগে নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দক্ষিণ চরভাসানিয়া বেড়ি বাঁধের পাশ থেকে ভাসমান অবস্থায় আব্দুল্লাহ ইউসুফ (১২) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার জানান, সকাল থেকেই নদীতে ট্রলার নিয়ে নিখোঁজ জান্নাতুল আক্তার এনাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছিলো নৌ পুলিশ। তারপরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

এদিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তারা মরদেহটি তীরের কাছে আটকে রেখে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে পরিবার মরদেহটি এনার বলে চিহ্নিত করলে তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে ।

নওঁগা জেলার শৈলগাছির বাসিন্দা ইমতিয়াজ আলী স্ব-পরিবারে মাধবদীর টাটাপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধা ৭ টায় মেঘনা বাজার ঘাট থেকে পার্শবর্তী চরদিঘলদীর বগারগোত এলাকায় তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় মাঝ নদীতে ইমতিয়াজ আলী , তার স্ত্রী দিলারা বেগম, দুই সন্তান আব্দুল্লাহ ইউছুফ (১২) ও জান্নাতুল আক্তার এনা (১৪)সহ ছয়জন নিয়ে নৌকাটি ডুবে যায়।

পরে আশেপাশের ট্রলার থেকে লোকজন ইমতিয়াজ, দিলারা বেগম, আব্দুল মতিন ও রুহুলকে উদ্ধার করতে পারলেও ইউসুফ ও এনাকে উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর দক্ষিণ চরভাসানিয়া বেরি বাধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও জেলেরা। পরে দুপুর ১২ টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর শনিবার দুপুর সাড়ে তিনটায় জান্নাতুল আক্তার এনা (১৪)র ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT