1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী জেলার ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন বিএনপি নেতা জাহিদ পলাশে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার পবিত্র শবে কদর আজ, ইবাদত বন্দেগীতে কাটবে রাত নরসিংদীর সাবেক এমপি শামসুদ্দীন আহমেদ এছাকের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতা দিবসে নরসিংদীবাসী উপহার পেলেন নতুন কমিউটার ট্রেন ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ

রায়পুরায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৪৬৪ বার
Oplus_0

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান- পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পিকআপের হেলপার। আজ শুক্রবার (২৮ জুন) বেলা দেড়টার দিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাদের নামাপাড়া ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগীতায় বেলা আড়াইটার নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৩০) নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে ফয়সাল (২৩) আহত হয়।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আশা মাল বোঝাই কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালাকের মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানের পিছনে থাকা অতিরিক্ত গতির একটি যাত্রীবাহী লেগুনা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে লেগুনায় থাকা কোন যাত্রী বা চালক আহত বা নিহত হয়নি।

ঘটনার পর কাভার্ডভ্যান ও লেগুনার চালক উভয়েই পালিয়ে যায়। গুরুতর আহত পিকআপের হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ভৈরব হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের নিচে চাপা পরে থাকা চালককে মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।
ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত চালকের মরদেহ উদ্ধার করি। লাশ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১ টা ৩০ মিনিটের দিকে দূর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে আমরা এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনটি গাড়ি জব্দ সহ একজন নিহত ও একজন আহত রয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT