নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে নৌকা ভ্রমনে গিয়ে মো: আনাছ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার করিমপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আনাছ করিমপুর গ্রামের আলম বাদশার ছেলে৷
নিহতের বাবা আলম বাদশা বলেন, আমি কাজে ছিলাম। তখন শুনতে পারি নদীতে নৌকা ভ্রমনে গিয়ে ডুবে মারা গিয়েছে। কেন কিভাবে পড়ে মারা গিয়েছে সেটা আমি এখনো জানতে পারিনি।
স্থানীয়রা ও নিহতের বন্ধুরা জানায়, মূলত আজকে ঘুরতে বের হয়েছিল আনাছ সহ সবাই। তখন মজার ছলে নদীতে লাফ দেয় আনাছ। এতে নৌকায় লাগানো একটি রডের সাথে লেগে তার মাথা ফেটে যায়। পরে তাকে নদী থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। লাশ সদর হাসপাতালে মর্গে নেয়া হচ্ছে।
তাং ২৪-৬-২৪