জহিরুল ইসলাম : নরসিংদী মধু ঘর শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকালে নরসিংদী খালপাড় আবুল কাশেম সুপার মার্কেট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী মধু ঘর এর পরিচালক সুজন মিয়া।আরো উপস্থিত ছিলেন সাদ্দাম, শাকিল রুবেল সহ অতিথি বৃন্দ ও মার্কেটের আসে পাশে বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা।
শোরুমের পরিচালক সুজন বলেন, কয়েক বছর ধরে বিশ্বাসের সাথে অনলাইনে ব্যবসা করা হয়েছে। এখন শোরুমে সকল প্রোডাক্ট পাওয়া যাবে। অনলাইনে নরসিংদী মধু ঘর পেজেও সকল অর্ডার নেওয়া হবে। এই শোরুমে যা যা পাওয়া যাবে প্রাকৃতিক চাকের মধু, সুন্দরবনের মধু, খেজুর, সজিনা পাতার গুঁড়া,
চাষের কালোজিরা ফুলের মধু, চিয়া সিড, চাষের সরিষা ফুলের মধু, চাষের লিচু ফুলের মধু, জাফরান মিশ্রিত হানি-নাটস, ড্রাই ফুটস্, খাঁটি গাওয়া ঘি, কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তেল, কাঠের ঘানিতে ভাঙ্গা নারিকেল তেল, কালোজিরার তেল, বগুড়ার দইসহ স্বাস্থ্যকর বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়া যায়।