সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রেলওয়ে স্টেশনে ট্রেনের ভিতর জানালার পাশে দাঁড়ানো নিয়ে তর্কের জেরে এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলস্টেশনের ঢাকা মেইল ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যাত্রীর নাম ঝুমুর কান্তি বাউল (৫২)। তিনি নরসিংদী শহরের বীরপুরের প্রত্যুত কুমার বাউলের ছেলে। আর গ্রেপ্তাকৃত যাত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডের মৃত হাফেজ মিয়ার ছেলে মনজুর (৫৫)।
ট্রেন যাত্রীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এমন সময়ে নরসিংদী থেকে ঝুমুর কান্তি বাউল নামে এক যাত্রী ট্রেনের পিছনে বগিতে উঠেন। এসময় তিনি জানালার পাশে দা়ঁড়াতে চাইলে সিটে বসে থাকা আরেক যাত্রী মনজুর তাকে দাঁড়াতে বাঁধা দেয়।
এ নিয়ে তর্কের জেরে নরসিংদী থেকে উঠা যাত্রীকে কিল-ঘুষি মারে ওই যাত্রী । এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান ঝুমুর কান্তি বাউল। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে ট্রেনটি সকাল ৬টা ৩৪ মিনিটে নরসিংদী রেলস্টেশন ছেড়ে আসলে অভিযুক্ত যাত্রীও সেই ট্রেনে বসে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এর আগেই যাত্রীরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করলে কমলাপুর রেলওয়ে পুলিশের নজরে আসে। পরে ট্রেনের ভিতর থেকে সকাল সাড়ে ৮টায় তাকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: শহিদুল্লাহ বলেন, নিহতের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে। ময়নাতদন্তসহ অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।