1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন নরসিংদীতে অর্থনৈতিক শুমারির উদ্বোধন বেলাবতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজন গ্রেপ্তার রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত মুক্তিযুদ্ধের সংগঠক পলাশের আবদুল হাসিমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন পলাশে মঈন খানের নির্দেশে দেয়ালে গ্রাফিতির উপর লাগানো পোস্টার অপসারণ নরসিংদীতে মরহুম কামাল মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টিপু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন নরসিংদীর বেলাবতে পুত্রবধূকে ধর্ষণ, শশুর গ্রেপ্তার সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বিএনপি নেতা জুয়েল

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানকে হত্যা, মাস্টারমাইন্ড রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ৬৪৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড আসামি রাসেল মাহমুদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শনিবার (১ জুন) সকালে নরসিংদীর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ সদরের মাধবদীর পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই নম্বর আসামি রাসেল মাহমুদ গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাতার এয়ারলাইন্সে করে কাতার হয়ে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। এমন খবর পাওয়ার সাথে সাথে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরবর্তীতে পুলিশ সুপার আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সাথে রাসেলের তথ্যসমূহ নিয়ে যোগাযোগ করে তাকে দেশে ফেরত আনার বিষয়ে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

পরে কাতার ইমিগ্রেশন পুলিশ ১২ ঘন্টা আটকে রেখে আসামি রাসেল মাহমুদকে ফিরতি ফ্লাইটে বাংলাদেশ পাঠিয়ে দেয়। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাসেল মাহমুদ পৌঁছালে ঢাকা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে শুক্রবার ভোর ৪টার দিকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড চাইবো। আর রিমান্ডে বাকি তথ্য উদঘাটনের চেষ্টা করবো। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে নিহত মাহবুবুলের ভাই হাফিজুল্লাহ নিজে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞতামামা ১২ জনকে আসামী করে মাধবদী থানায় অভিযোগ দায়ের করে।

রাসেল মাহমুদ ছাড়াও হত্যার পর এ পর্যন্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নরসিংদী সদরের মাধবদী থানার পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো: হিমেল মিয়া (৪৩), জুয়েল মিয়া (৩৯), মো: নবেল (২৮), একই এলাকার কদম আলীর ছেলে মো: হাবিবুর রহমান (৬৫), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার খানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: রাব্বি (১৯), কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার ভরতের ছডা এলাকার আব্দুর রহিমের ছেলে ও মাধবদীর ভগিরথপুর টেক্সটাইল মিলস এলাকার বর্তমান বাসিন্দা মো: মিঠু (৩৫) ও মাধবদী থানার কবিরাজপুর এলাকার মো: জসিম উদ্দিনের ছেলে মো: লিপু মিয়া (৪৫)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফজলে-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার ও মাধবদী থানার ওসি (তদন্ত) আজিজ হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে আরও ২ জন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT