নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলায় বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয়েসমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে উৎসাহ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ মে) দুপুরে পলাশ উপজেলা পরিষদ হলরুমে এই উৎসাহ বিতরণ করা হয। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, পলাশ এর সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস, পলাশ উপজেলার কমিশনার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা স্কাউট সম্পাদক ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিলন মিয়াসহ ষাটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব লিডার।