ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এমন দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (৭ আগস্ট) সকালে তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান
তিনি বলেন, পাশ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় ৯ হাজার কোটি টাকা, এ প্রেক্ষাপটে সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস পেলে সরকার আবারও জ্বালানি মূল্য সমন্বয় করবে। তিনি আশা প্রকাশ করেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত দাবি করবে না। কোনো পরিবহন সমন্বয় করা ভাড়ার অতিরিক্ত আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।