নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র-আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র মো: শরিফুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের জাহাঙ্গীর কবির, জবাবদিহির সিনিয়র সাংবাদিক বোরহান মেহেদী, ইত্তেফাকের আক্তারুজ্জামান, আমাদের অর্থনীতির মাহবুব সৈয়দ, নাগরিক ভাবনার নাজমুল হক মণি, ভোরের পাতার আনিছুর রহমান।নরসিংদী খবরের ওয়াদুদ বাচ্চু, সময়ের কন্ঠস্বরের মঞ্জুর খান, বাংলাদেশ খবরের মামুন শাহ প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের পান্তা ভাত, ইলিশ ভাজা, শুটকির ভর্তা, বেগুন ভাজা, সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়ণ করা হয়।