নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার পাইকারচরে গুণিজন ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে পাইকারচর ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সমিতি। এ উপলক্ষে আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে পাইকারচরের প্রীতি ফাউন্ডেশন প্রাঙ্গণে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়।
পাইকারচর ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন মিয়া।
পাইকারচর ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়ার পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ন সচিব কায়কোবাদ খন্দকার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ জেইউ অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা, সমাজবিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক বশির আহম্মেদ, সাউথ আফ্রিকা বাংলাদেশ কমিউনিটির সভাপতি আলী হোসেন সহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ জন গুনি ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ জন গুনি ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।