নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় প্রাণ গেল শিহাব (২০) নামে এক ডাইং কারখানার শ্রমিকের। আজ সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বাগহাটা বত্রিশকানি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার নয়াগ্রাম এলাকার আলম মিয়ার ছেলে এবং বাগহাটা এলাকার সাজেদা ডাইং এর শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদ জানান, দুপুর দেড়টার দিকে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন সাজেদা ডাইংয়ের শ্রমিক শিহাব। এসময় ঢাকামুখী একটি ট্রাক বিপরিত দিক থেকে এসে তাকে চাকায় পিষ্ট করে। এতে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিহাবের। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।