আমিনুর রহমান সাদি : নরসিংদীর রায়পুরায় এক মোবাইল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৪ মার্চ ) ভোরে এই ঘটনা ঘটে। শনিবার (৩০ মার্চ ) রাতে উপজেলার হাসনাবাদ বাজারের মোবাইল ব্যবসায়ী সাকিল আহামেদ (৩২) রায়পুরা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাকিল হাসনাবাদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
সাকিল আহমেদ জানায়, আমি হাসনাবাদ বাজারে ১৬ বছর যাবত মোবাইলের ব্যবসা করে আসছি । “এস ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল” ও “এস ওয়ান টেকনোলজি এন্ড সাভিসিং পয়েন্ট” নামে আমার দুটি দোকান। একটাতে আমি আরেকটা আমার ভাই সজিবুল ইসলাম দেখাশোনা করে।
গত রবিবার (২৩ মার্চ) রাত ১০ টার দিকে আমি ও আমার ভাই প্রতিদিনের মত ব্যবসায়িক কাজ শেষে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরি। পরের দিন সকালে দোকান খোলতে গিয়ে দেখি উভয় দোকানের শার্টারে আমাদের লাগানো তালা নেই , নতুন তালা লাগানো। তখন আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের সহায়তায়
দোকানের ভিতর ঢুকে দেখি দোকানের মালামাল এলোমেলো এবং আমার দুই দোকানের বিভিন্ন ব্যান্ডের ১৩৫ টি মোবাইল যার বাজার মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং নগদ ৬ লাখ ২১ হাজার টাকা চুরি হয়েছে।
পরে দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ১৪/১৫ জন চোর ভোর সাড়ে ৫ টার দিকে তালা ভেঙ্গে দোকানে ঢুকে মোবাইল ও টাকা নিয়ে পূনরায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ বলেন, মোবাইল চুরির বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটির উপর তদন্ত চলমান। জড়িতদের ব্যবস্থা ও মালামাল উদ্ধারে প্রচেষ্টা চলছে।